সারাদেশ

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

মো. হামিদুর রহমান সাকিল,দোহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, এস আই (নিরস্ত্র) মো. কামরুজ্জমান সঙ্গীয় ফোর্সসহ ২৮ জানুয়ারী রাত ৩.১০ মিনিটের সময় চন্দনাইশ থানাধীন জোয়ারা ৬ নং ওয়ার্ডের বাদামতল বাজারের পশ্চিম পাশের্ব কুলাল পাড়া সড়কের আবু ছৈয়দের ধানের মিলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৩৪০ পিচ ইয়াবাসহ চন্দনাইশের উত্তর জোয়ারার নগর পাড়া এলাকায় এজহার মিয়ার পুত্র জাহেদ হোসেন (৩৮) কে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে এস আই (নিরস্ত্র) খালেকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ২৭ জানুয়ারী গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পল্লান পাড়া সাকিনের কবির সওদাগরের বাড়ীর আবুল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে ৫১০ লিটার দেশিয় তৈরি সোলাই মদসহ কাঞ্চননগর এলাকার আছহাব মিয়ার পুত্র মো. রাসেল (৩৫) রাঙ্গুনিয়া উপজেলার বর ছনখোলা নিবাসী ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ তাহেরের পুত্র মোহাম্মদ আলী (৩৫) ও মংশিলার পুত্র অংশাই থুই (২২) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন। এ দিকে অপর অভিযানে ২৭ জানুয়ারী ও ২৮ জানুয়ারী ১ টি সিআর সাজা ও ২টি সিআর পরোয়ানাভুক্ত আসামী হাশিমপুর নিবসী মৃত হোসেন আলীর পুত্র আধ্যাপক মোহাম্মদ আলী এবং ১টি সিআর পরোয়ানাভুক্ত আসামী কেশুয়া নিবাসী মৃত আবদুল মোতালেবের পুত্র মোহাম্মদ ওসমান গণি কে গ্রেপ্তার করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান, চন্দনাইশ থানা ওসি (তদন্ত) মজনু মিয়া।

About Post Author

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: