যশোরে একটি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বাজানো গানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ থাকায় পাঁচজনকে আটক করা হয়েছে। আটকের প্রায় আট ঘণ্টা পর মুচলেকা দিয়ে তারা থানা থেকে মুক্তি পান।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনার চলাকালে তাদের আটক করা হয়।
জেলা প্রশাসক (ডিসি) আজাহারুল ইসলামের নির্দেশে এ আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন দৈনিক স্পন্দনের ফটো সাংবাদিক ও যশোর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, কারাতে অর্গানাইজেশন যশোর জেলা শাখার সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস এবং শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু।
জানা গেছে, বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি ওই দিন বিকেলে যশোর জিমনেশিয়ামে কারাতে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, যিনি দুপুর ১২টার কিছু আগে অনুষ্ঠান উদ্বোধন করেন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম গণমাধ্যমে বলেন, “অনুষ্ঠানের উদ্বোধনের পর নাচের একটি পরিবেশনায় সরকারের উন্নয়নের গান বাজানো হয়, যা পরিকল্পিত বলে মনে হয়েছে। এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “জেলা প্রশাসকের নির্দেশ অনুসারে পাঁচজনকে থানায় নিয়ে আসা হয় এবং যথাযোগ্য সম্মান দিয়ে রাখা হয়। পরে তারা ক্ষমা চেয়ে মুচলেকা দিলে রাত ৮টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।”
Discover more from দৈনিক বঙ্গভূমি
Subscribe to get the latest posts sent to your email.