ঋণ খেলাপী ব্যক্তি এবং তার পরিবার সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর আহ্বান
ডেস্ক রিপোর্ট,
ইচ্ছাকৃত ঋণ খেলাপী ব্যক্তি এবং তার পরিবার সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আজ (১২ আগস্ট) সোমবার ‘ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে এই আহ্বান জানিয়েছে সিপিডি। দ্বৈত শাসন বন্ধে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধেরও সুপারিশ সিপিডির।
আওয়ামী লীগের শাসনামলে বড় ২৪টি দুর্নীতির মাধ্যমে কমপক্ষে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুট হয়েছে। এর বাইরে অসংখ্য ছোট চুরি এবং অনিয়মের ঘটনা ঘটেছে, যা হিসাবের বাইরে রয়ে গেছে বলে মনে করছে সিপিডি।
৩ মাসের জন্য একটি কমিশন করে ১৬ বছরে আর্থিক খাতের লুটেরা এবং দুর্নীতির দোসর- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, ব্যাংকার, আমলাসহ নেপথ্যের সবাইকে শাস্তির আওতায় আনার পরামর্শ তাদের।
আর্থিক খাতের অনিয়ম, অনাচার, লুটপাট নিয়ে বরাবরই সোচ্চার ছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ। এর জন্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের কটাক্ষও হজম করতে হয়েছে সংস্থাটিকে।
ব্যাংকিং খাতের আশু করণীয় নিয়ে নতুন সরকারের জন্য এই পরামর্শ তুলে ধরে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, কয়েকশ তরুণের প্রাণের বিনিময়ে অর্জিত দেশগড়ার সুযোগ যেন কোনভাবেই হাতছাড়া না হয়।
একই সাথে সরকারে এবং প্রশাসনে থেকে দিনের পর দিন দুর্নীতি করেছে তারাও যেন পার না পায়, তা নিশ্চিত করার আহ্বান জানান সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান।
Discover more from দৈনিক বঙ্গভূমি
Subscribe to get the latest posts sent to your email.