ভারতের ত্রিপুরায় ৬২ বছর বয়সী এক নারীকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই দুই ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে চম্পকনগর থানার খামারবাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে পুলিশের বরাত দিয়ে।
পুলিশ জানায়, অভিযুক্ত দুই ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়দের মতে, প্রায় দেড় বছর আগে স্বামীকে হারানোর পর থেকে ওই নারী তাঁর দুই ছেলেকে নিয়ে থাকতেন, আরেক ছেলে থাকেন আগরতলায়।
জিরানিয়ার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার কমল কৃষ্ণ পিটিআইকে জানান, ‘একজন নারীকে পুড়িয়ে মারা হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পোড়া মরদেহটি গাছে বাঁধা ছিল। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ (সোমবার) আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। পারিবারিক কলহ এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে।’
এ ঘটনা নিয়ে তদন্ত চলছে বলেও নিশ্চিত করেছেন তিনি।