অনলাইন রিপোর্ট,
নানা নাটকীয়তার পর অবশেষে ঢাকায় অনুষ্ঠিত হলো পাকিস্তানি ব্যান্ড ‘জাল’-এর কনসার্ট! শুক্রবার স্থগিত হওয়া এই কনসার্টটি ভেন্যু পরিবর্তন করে শনিবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কে আয়োজন করা হয়। সেখানেও ঘটে বিশৃঙ্খলা।
জানা যায়, ধারণক্ষমতার বেশি দর্শক উপস্থিতির কারণেই বিশৃঙ্খলা শুরু হয়। এমনকি কনসার্ট শুরু হওয়ার পর মাঝপথে প্রায় দেড় ঘণ্টা বন্ধ রাখতে হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে আবার কনসার্ট শুরু হয়।
কনসার্ট শুরুর পর ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক ঢুকে পড়ে। অভিযোগ আছে, অনেকেই টিকেট ছাড়াই ঢুকে যায়। এক পর্যায়ে দর্শকদের হইচই বেড়ে গেলে, মঞ্চে পারফর্ম করছিলো ‘ভাইকিংস’ ব্যান্ড, তারা গান বন্ধ করে দেয়।
দর্শকরা অভিযোগ করেন, আয়োজকদের অব্যবস্থাপনার কারণেই এই বিশৃঙ্খলা। কনসার্টটি যেখানে হওয়ার কথা ছিলো, সেটা ছিল উন্মুক্ত স্থান। কিন্তু হঠাৎ ভেন্যু পরিবর্তন করে ইনডোরে নিয়ে এলেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো এলইডি মনিটর ছিল না, মঞ্চও ছিল বেশ নিচু, ফলে পেছনের দর্শকরা শিল্পীদের দেখতে পাচ্ছিলেন না। অন্যদিকে, যারা টিকেট না কেটে কনসার্টে ঢুকেছিল, তারা সুবিধাজনক স্থানে থেকে অনুষ্ঠান উপভোগ করছিলেন, যা নিয়ে তৈরি হয় হুলুস্থুল!
‘ভাইকিংস’ তখন মঞ্চে গান গাইছিল, নিরাপত্তার কারণে তাদের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা কনসার্ট বন্ধ থাকার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে তা পুনরায় শুরু হয়।
দর্শকরা পরে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’-এর পারফর্মেন্স উপভোগ করেন। সবশেষে মঞ্চে ওঠে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’। তারা জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলে।
উল্লেখ্য, ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের এই কনসার্টে পারফর্ম করতে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ বুধবার ঢাকায় আসে। বৃহস্পতিবার ব্যান্ডটির সদস্যদের নিয়ে আয়োজকরা সংবাদ সম্মেলনও করেন। তবে, শুক্রবার দুপুরে আকস্মিকভাবে জানানো হয়, কনসার্টটি স্থগিত করা হয়েছে, কারণ হিসেবে বৃষ্টির কারণে ভেন্যু ঠিক না থাকার কথা বলা হয়।
Discover more from দৈনিক বঙ্গভূমি
Subscribe to get the latest posts sent to your email.