টানা বৃষ্টিতে দঃ চট্টগ্রামের নিম্মাঞ্চল বৃষ্টির ফলে প্লাবিত
হামিদুর রহমান সাকিল, চট্টগ্রাম ব্যুরো :
টানা বৃষ্টির ফলে নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে, ফলে জনজীবন বিপর্যস্ত
এবং অর্ধ শতাধিক ঘরবাড়ী বিধ্বস্থ হয়েছে বলে জানা গেছে।
গত ১৬ আগষ্ট থেকে টানা বৃষ্টির ফলে চন্দনাইশ উপজেলার পৌরসভার দ: জোয়ারা,হারলা, কানাইমাদারী, বরকল, সাতবাড়ীয়া, সাতকানিয়া উপজেলার নলুয়া,কাঞ্চনা, চরতী, ঢেমশা, কেউচিয়া, বাজালিয়া, লোহাগাড়া উপজেলার চরম্বা, আমিরাবাদ, বরহাতিয়া, চুনতি, বাশখালীর খানখানাবাদ, জলদী,শেখেরখীল, পুকুরিয়া, পটিয়া উপজেলার কেলিশহর, চক্রশালা, বরলিয়া, জঙ্গলখাইন, খরনা, আনোয়ারা উপজেলার হাইলধর, বারখাইন, চাতরী ইত্যাদি
নিম্মাঞ্চল এলাকা প্লাবিত হয়ে জনজীবন যে, বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিধ্বস্থ ঘরবাড়ী এলাকার মধ্যে রয়েছে সাতকানিয়ার নলুয়া, ঢ়েমশা,
চন্দনাইশের পৌর এলাকার হারলা, দ: গাছবাড়ীয়া ও কাঞ্চননগর। আনোয়ারা উপজেলার হাইলধর । এদিকে পাহাড়ীয়া ঢলে শংখের পানি বিপদ সীমায় পৌঁছেছে।
শংখা দেখা দিয়েছে চন্দনাইশ উপজেলা শংখের তীরবর্তী এলাকা যেখানে ভাংগন রোধে স্প্যার বসানো হয়েছে। এলাকাগুলোর মধ্যে রয়েছে বশরতনগর,চরতী, বরমা, দোহাজারী বারুদখানা ।
অন্যদিকে বৃষ্টি চলতে থাকলে রোপা ধানের এবং ক্ষেত ফসলাদির সমুহ ক্ষতির সম্ভাবনা বিরাজমান।চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন বলেন, উপজেলাবিভিন্ন এলাকার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে, তবে ক্ষয় ক্ষতির তালিকা চেয়ারম্যানের মাধ্যমে সংগ্রহের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Discover more from দৈনিক বঙ্গভূমি
Subscribe to get the latest posts sent to your email.