নাহিদ ইসলাম জানিয়েছেন, শহিদ গোলাম নাফিজকে বহনকারী রিকশাটি গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষিত হবে।
আজ গণভবনে নাফিজের দেহ বহনকারী রিকশাটি দেখতে এসে তিনি এ কথা জানান।
রিকশাটি হস্তান্তরের সময় উপদেষ্টা নাহিদ ইসলাম সাহসিকতার জন্য রিকশাচালক নূর মোহাম্মদকে ধন্যবাদ জানান এবং তাকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
গত ৫ নভেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ‘নাফিজের নিথর দেহ পড়ে থাকা রিকশাটি বিক্রি করে দিয়েছেন নূরু’ শীর্ষক প্রতিবেদনটির পর উপদেষ্টা নাহিদ ইসলাম তাৎক্ষণিকভাবে রিকশাটি ও চালককে খুঁজে বের করতে দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী, নূর মোহাম্মদ ওরফে নুরুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রিকশাটি তিনি ৩৫ হাজার টাকায় লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের কাছে বিক্রি করেছেন।
পরবর্তীতে আহসানুল কবীর সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেন। সে অনুযায়ী রিকশাটি জাদুঘরের যুগ্ম-আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে ফার্মগেটের পথচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। পুলিশ যখন গুলিবিদ্ধ নাফিজকে রিকশার পাদানিতে তুলে দেয়, তখনো তিনি রিকশার রডটি ধরে রেখেছিলেন। রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে এই রিকশার ছবিটি পুরো বাংলাদেশকে আবেগাপ্লুত করেছিল।