সব খবরসারাদেশ

‘সিন্ডিকেট মুর্দাবাদ’ স্লোগানকে ধারণ করে  কুমিল্লায় ন্যায্যমূল্যে পণ্য সামগ্রী বিক্রি 

জেলা প্রতিনিধিঃ

‘কৃষক জনতা জিন্দাবাদ, সিন্ডিকেট মুর্দাবাদ’ স্লোগানকে ধারণ করে আজ কুমিল্লায় ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করা হয়।

বেলা সাড়ে ১১টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে অস্থায়ী বাজার বসিয়ে পণ্য বিক্রি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ দেলোয়ার হোসেন, ফাতিন ইসরাক মোল্লা, নাঈমুল ইসলামসহ অন্যরা।

অস্থায়ী বাজারে লাউ ৩০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৪৫ টাকা, করলা ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, ডিম প্রতি পিস ১১.৮০ টাকা, আলু ৫৫ টাকা, পেঁয়াজ ১০০ টাকা এবং রসুন ২১০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কিছুটা স্বস্তি দিতে এ উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সরাসরি কৃষকদের থেকে পণ্য কিনে এনে বাজারে বিক্রি করার ফলে সিন্ডিকেটের কারসাজি কমাতে সহায়ক হবে বলে উদ্যোক্তারা আশাবাদী।

উদ্যোক্তারা বলেন, আমাদের মূল লক্ষ্য একটি সামাজিক প্রভাব সৃষ্টি করা। মানুষকে বোঝানো যে কীভাবে ন্যায্যমূল্যে পণ্য কেনা যায়। আমরা তাদের এ সম্পর্কে সচেতন করব।

 


Discover more from দৈনিক বঙ্গভূমি

Subscribe to get the latest posts sent to your email.

আরও দেখান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Translate »

Discover more from দৈনিক বঙ্গভূমি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading