দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, আজ ৭ নভেম্বর প্রধান উপদেষ্টার পক্ষে ২০ লাখ ৭ হাজার টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে এই অনুদান গ্রহণ করেন।
এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ছিল বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড ১৫ লাখ টাকা, মাসুদ পারভেজ ২ লাখ ৭ হাজার টাকা, ও বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩ লাখ টাকা।
উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা এ পর্যন্ত ৩৩১টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে মোট ৯৭ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ২০৩ টাকার অনুদান গ্রহণ করেছেন।
Discover more from দৈনিক বঙ্গভূমি
Subscribe to get the latest posts sent to your email.
এক মন্তব্য