শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান, আর সিদ্ধান্তটি মূলত লিগ্যাল রেটিফিকেশন এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের জন্যই।
রোববার সচিবালয়ে শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সরকারকে বৈধতা দিতে যে অধ্যাদেশ জারি হয়েছে এবং সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "এই সরকারের বৈধতা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত। বর্তমানে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া লিগ্যাল রেটিফিকেশন এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করেই হচ্ছে। গত তিন মাসে আমাদের অগ্রগতি আপনারা দেখতে পেয়েছেন, প্রধান উপদেষ্টা নিয়মিত সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠক করছেন। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলবে।"
তিনি আরও বলেন, "ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের লক্ষ্যেই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। কমিশনের প্রস্তাবনা অনুসারে স্টেকহোল্ডার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কার্যক্রম সম্পন্নের রূপরেখা দেয়া হয়েছে। আমরা আশা করি, এভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যাব। ইতিমধ্যে সংবিধানের ১০৬ অনুচ্ছেদে বর্তমান সরকারের বৈধতা দেয়া হয়েছে। যে অর্ডিন্যান্সের কথা বলা হচ্ছে, তা সরকারের লিগ্যাল রেটিফিকেশনকে আরও শক্তিশালী করবে।"
তিনি বলেন, "আমরা আগের মতো শ্রমিকদের ওপর নির্যাতন নয়, বরং মালিকদের বেতন পরিশোধে সহযোগিতা করছি। তবে তাৎক্ষণিক সমাধান পাওয়া একটি জটিল বিষয়। আগের আইএলও সভায় বাংলাদেশের অবস্থান বিব্রতকর হলেও এবার আমাদের অবস্থা ইতিবাচক ছিল এবং বিভিন্ন দেশ আমাদের সমর্থন দিয়েছে।"