রাজনৈতিকসব খবরসারাদেশ

বিএনপি হলো জনগণের দল, কারো ব্যক্তিগত অপরাধের দায় বিএনপি নেবে না। – হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)

ডেস্ক রিপোর্ট

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ (বীর বিক্রম) বলেছেন, বিএনপি জনগণের দল। কোনো ব্যক্তির অপরাধের দায় বিএনপি নেবে না। আমরা দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে থাকতে চাই।

আজ শুক্রবার ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহাম্মেদ আরও বলেন, জনগণের বিশ্বাস, ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। আমরা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করবো। কোনো দেশের দাসত্বে থাকতে আমরা রাজি নই। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, অপকর্মের জন্য নয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আঃ হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, সদস্য সচিব শাজাহান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন এবং তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ প্রমুখ।


Discover more from দৈনিক বঙ্গভূমি

Subscribe to get the latest posts sent to your email.

আরও দেখান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Translate »

Discover more from দৈনিক বঙ্গভূমি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading