আইন-আদালতবাংলাদেশসব খবরসারাদেশ

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কারাগারে

নিজস্ব প্রতিনিধিঃ

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় এই আদেশ দেওয়া হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) মাহমুদুর রহমান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও তাদের মিত্রদের উচ্চপর্যায়ের নেতারা ঢাকার পল্টনে জাসাস কার্যালয়ে একত্রিত হন। সেখানে তারা এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থানরত অন্য আসামিরা মিলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। এ ঘটনায় ২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি এই মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ, এবং মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন সাক্ষ্য দেন।

এদিকে, মাহমুদুর রহমান ২৭ সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন। দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, “এই সরকারের আমলে কারাগারে থাকতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমার বয়স হয়েছে, কিন্তু মানসিক এবং শারীরিকভাবে এখনও কারাগারে থাকার সক্ষমতা আমার আছে।”


Discover more from দৈনিক বঙ্গভূমি

Subscribe to get the latest posts sent to your email.

আরও দেখান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Translate »

Discover more from দৈনিক বঙ্গভূমি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading