জেলা প্রতিনিধিঃযশোর
যশোর সদর উপজেলায় নিজ ঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে, যার হত্যার জন্য ভাড়াটিয়াকে সন্দেহ করছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখহাটি গ্রামের অদর্শপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারী, ৫৫ বছর বয়সী শাহানারা বেগম, ওই গ্রামের ইজিবাইক চালক আতিয়ার রহমানের স্ত্রী।
ওসি রাজ্জাক বলেন, “বুধবার সন্ধ্যায় বাড়ির তালা দেখতে পেয়ে আতিয়ার পাশের ছেলের বাড়িতে যান। কিন্তু সারারাত স্ত্রীকে বাড়িতে ঢুকতে না দেখে সকালে পাচিল টপকে ভেতরে প্রবেশ করেন এবং ভাড়াটিয়া বাবলার ঘরেও তালা দেখতে পান।
“পরে শাহানার ঘরের তালা ভাঙা হলে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।”
নিহতের কান, গলা ও নাকের স্বর্ণালংকার খুলে নেওয়া হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকে ভাড়াটিয়া বাবলার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তাকে পলাতক মনে করা হচ্ছে।
নিহতের ছেলে ইউসুফ জানান, বাবলার বাড়ি যশোর সদরের তালবাড়িয়া গ্রামে। পেশায় ইজিবাইক চালক বাবলা তিন মাস আগে তাদের বাড়ির একটি ঘর ভাড়া নেন। কিছুদিন পর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে।
ইউসুফ বলেন, “সম্প্রতি বাবলার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ায়, মা তাকে ঘর ছাড়ার কথা বলেন। এ নিয়ে মা ও বাবলার মধ্যে তর্ক হয়। এর জের ধরে বাবলা মা’কে হত্যা করে সোনার গহনা নিয়ে পালিয়েছে।”
পরিদর্শক দেবাশীষ জানান, ভাড়াটিয়া বাবলাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
Discover more from দৈনিক বঙ্গভূমি
Subscribe to get the latest posts sent to your email.