হাসিনাকে উৎখাতে তাদের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে :হোয়াইট হাউস
অনলাইন রিপোর্ট,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সৃষ্ট গণঅভ্যুত্থানে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। তার দেশত্যাগে উদ্ভূত পরিস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।
রাজনৈতিক এই পটপরিবর্তনের ঘটনায় বিভিন্ন গুঞ্জন-জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনাকে উৎখাতে তাদের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি। এমনকি বাংলাদেশের যেকোনো বিষয়ে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ ‘ডাহা মিথ্যা’ বলেও দাবি করেছে হোয়াইট হাউস।
মঙ্গলবার (১৩ আগস্ট) হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরের এক প্রেস ব্রিফিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ওই প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে সরকার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কারিন জ্যঁ-পিয়েরে বলেন, ‘আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয়, তবে তা নিছক মিথ্যা।’
Discover more from দৈনিক বঙ্গভূমি
Subscribe to get the latest posts sent to your email.